সিলেটকে হারিয়ে রংপুর লিখল, 'অতিরিক্ত স্বাদ

এমন একটি জয়, যা খুবই বিশেষ অনুভূতি দেয়। এর দুটি বড় কারণ আছে— এক, সিলেট স্ট্রাইকার্সের নিজের মাঠে খেলা, এবং দুই, ২০০ রান ছাড়ানো সংগ্রহ।

Jan 7, 2025 - 04:43
 0  1
সিলেটকে হারিয়ে রংপুর লিখল, 'অতিরিক্ত স্বাদ

এমন একটি জয়, যা খুবই বিশেষ অনুভূতি দেয়। এর দুটি বড় কারণ আছে— এক, সিলেট স্ট্রাইকার্সের নিজের মাঠে খেলা, এবং দুই, ২০০ রান ছাড়ানো সংগ্রহ। রংপুর রাইডার্সের বোলাররা যেদিন কার্যত ভেঙে পড়েছিল, ঠিক সেই দিন তাদের ব্যাটাররা প্রতিশোধের মধুর স্বাদ নিয়েছেন। ২০৬ রানের লক্ষ্য তাড়া করতে তাদের হাতে বাকি ছিল মাত্র এক ওভার ও ৮ উইকেট। এমন দাপুটে জয় পাওয়ার পর, রংপুর নিজেদের মজা নিতে ভুল করেনি। তারা নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে স্ট্রাইকার্সদের খোঁচা মেরে মজা করেছে।

ঢাকা পর্বে, শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালকে হারিয়ে রংপুর লিখেছিল, 'লাগে উরাধুরা'। তারপর ফরচুন বরিশালকে হারিয়ে ‘লঞ্চে ধাক্কা’ শিরোনামে তাদের পোস্ট ছিল বেশ হাস্যরসাত্মক। এবার, সিলেটের মাঠে যখন ম্যাচটা একেবারে পেণ্ডুলামের মতো দুলছিল, তখন রংপুর পোস্ট করেছিল, ‘পালাচ্ছি না’। জয়ের পর তারা আরও এক ধাপ এগিয়ে গিয়ে নিজেদের স্বভাবসিদ্ধ স্টাইলে মজা নিয়েছে।

সিলেটকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিয়ে রংপুর একটি গ্রাফিক্স ছবিতে ক্যাপশন জুড়ে দিয়েছিল, ‘আলহামদুলিল্লাহ, চায়ের দেশে প্রথম ম্যাচে রঙিন রংপুর রাইডার্স!’ খোঁচাটা ছিল ছবির মাঝে। এক কাপ চায়ে সিলেট স্ট্রাইকার্সকে চুবিয়ে উঠাচ্ছিল রাইডার্সরা। টি-ব্যাগে জুড়ে দেওয়া হয় সিলেট স্ট্রাইকার্সের লোগো। ক্যাপশন, ‘একটু বেশিই স্বাদ।’

রংপুরের এমন মজার পোস্ট ফেসবুকে ইতিমধ্যে ৩৮ হাজার মানুষ রিয়্যাক্ট করেছেন। কমেন্ট পড়েছে চার হাজারে মতো। শেয়ারও প্রায় হাজার খানেক। রাইডার্স সমর্থকদের পাশাপাশি সেখানে কমেন্টে লড়াই চালাচ্ছিলেন ফরচুন বরিশালের সমর্থকরা। সিলেটের সমর্থকরাও ছাড় দিচ্ছে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow