জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তবে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, "যদি 'জয় বাংলা' বলা অপরাধ হয়, তবে তাকেই যেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়।" তিনি সোমবার রাতে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন। 

Jan 7, 2025 - 04:48
 0  1
জয় বাংলা বলা যদি অপরাধ হয়, তবে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন

জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) এর সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, "যদি 'জয় বাংলা' বলা অপরাধ হয়, তবে তাকেই যেন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়।" তিনি সোমবার রাতে একটি অনুষ্ঠানে এই মন্তব্য করেন। 

তিনি আরও বলেন, "‘জয় বাংলা’ স্লোগানকে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকেও বলতে শুনেছি।" 

আবদুর রব তার বক্তব্যে বলেন, "আমি জয় বাংলা বাহিনীর প্রধান ছিলাম। আমার সাথে আরও অনেকেই ছিল। যদি ‘জয় বাংলা’ বলা অপরাধ হয়, তবে আমাকে ফাঁসিতে ঝুলিয়ে দিন। এই বিষয়টি নিয়ে আদালতে মামলা চলছে, তাই আর কিছু বলব না।"

১৯৭১ সালের ২ মার্চ, বাংলাদেশের লাল-সবুজ পতাকা সর্বপ্রথম উড়ানোর সম্মানটিও ছিল আ স ম আবদুর রবের। সম্প্রতি, তিনি ‘জয় বাংলা’ স্লোগান নিয়ে এই মন্তব্য করেন।

গতকাল, সিরাজুল আলম খানের ৮৪তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজুল আলম খান রিসার্চ সেন্টারে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। বারিধারা ডিওএইচএসের অফিসে অনুষ্ঠিত এই সভায় তিনি আরও বলেন, "মুক্তিযুদ্ধের সময় যারা গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন, তারা ‘জয় বাংলা’ বলে মৃত্যুবরণ করেছিলেন। বিজয়ের পরও ‘জয় বাংলা’ বলে বিজয় উদযাপন করেছেন। তারা বলেছিলেন, বাংলার জয়, বাঙালির জয়।"

আবদুর রব বলেন, "‘জয় বাংলা’ স্লোগান শুধু তিনি নয়, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামও নিজের করে নিয়েছিলেন। কবি কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি হিসেবে গেজেট করা হয়েছে। আমি এবং আব্দুল কুদ্দুস মাখন তাকে বিমানবন্দর থেকে নিয়ে গিয়েছিলাম। বিদ্রোহী কবিও বলেছিলেন, ‘বাংলার জয়, বাঙালির জয়’।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow