নেপালে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর ৪০ মিনিটে অনুভূত হয় ৫টি আফটার শক

শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের পর প্রায় ৪০ মিনিটের মধ্যে একই উৎপত্তিস্থলে আরও ৫টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়েছে।

Jan 7, 2025 - 04:53
 0  0
নেপালে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর ৪০ মিনিটে অনুভূত হয় ৫টি আফটার শক

শক্তিশালী ৭.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছে নেপাল। মঙ্গলবার (৭ জানুয়ারি) সকালে আঘাত হানা এই ভূমিকম্পের পর প্রায় ৪০ মিনিটের মধ্যে একই উৎপত্তিস্থলে আরও ৫টি আফটার শক (পরাঘাত) অনুভূত হয়েছে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল নেপালের লেবুচি থেকে ৯৩ কিলোমিটার উত্তর-পশ্চিমে। 

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শক্তিশালী ভূমিকম্পটির পরপরই আরও ৫টি আফটার শক অনুভূত হয়, যেগুলোর রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ এর বেশি। 

এটি প্রথম আঘাত হানে সকাল ৭টা ১৩ মিনিটে, যার মাত্রা ছিল ৫.১। এরপর ৭টা ২৪ মিনিটে ৫ মাত্রার, ৭টা ৩২ মিনিটে ৪.৮ মাত্রার, ৭টা ৩৭ মিনিটে ৪.৯ মাত্রার এবং ৭টা ৪৩ মিনিটে ৪.৯ মাত্রার আরেকটি আফটার শক আঘাত হানে।

এই শক্তিশালী ভূমিকম্পটি বাংলাদেশের পাশাপাশি ভারত, ভুটান এবং চীনেও অনুভূত হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow