চিকিৎসকের বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে ডাক্তার জামাল উদ্দিনের বাড়ির কেয়ারটেকার ওহাব মাতুব্বর (৭০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

Jan 9, 2025 - 05:31
 0  0
চিকিৎসকের বাড়ির কেয়ারটেকারের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের আলেখারকান্দা গ্রামে ডাক্তার জামাল উদ্দিনের বাড়ির কেয়ারটেকার ওহাব মাতুব্বর (৭০) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত ওহাব মাতুব্বর পার্শ্ববর্তী তুজারপুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং দীর্ঘ ১০ বছর ধরে ডাক্তার জামাল উদ্দিনের বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন। 

বুধবার রাত ১০টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাড়ির দ্বিতীয় তলার ছাদে উঠার দরজার পাশে ওহাব মাতুব্বরের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করে। 

এলাকাবাসী জানান, ওহাব মাতুব্বর ২০১৬ সাল থেকে ডাক্তার জামাল উদ্দিনের বাড়িতে কেয়ারটেকারের দায়িত্ব পালন করছিলেন। ডাক্তার জামাল উদ্দিন পিজি হাসপাতালের সহকারী পরিচালক ছিলেন এবং তার মৃত্যুর পর পরিবার ঢাকা চলে যায়, তবে মাঝে মাঝে তারা গ্রামের বাড়িতে আসতেন। 

এ বিষয়ে ভাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আসিফ ইকবাল জানান, "নিহত ডাক্তার জামাল উদ্দিন বহু বছর আগে মারা গেছেন। তার স্ত্রী ও তিন মেয়ে ঢাকায় থাকেন এবং বাড়ির দেখাশোনা করতে ওহাব মাতুব্বর দায়িত্ব পালন করছিলেন। বুধবার রাতে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। ওহাব মাতুব্বরের লাশ উদ্ধার করা হয় এবং সিআইডির একটি টিম ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেছে।" 

তিনি আরও বলেন, "এখন পর্যন্ত কী কারণে হত্যাকাণ্ডটি ঘটেছে তা জানা যায়নি। তদন্ত চলমান রয়েছে এবং সবকিছু খতিয়ে দেখে বিস্তারিত জানানো হবে।"  

এ সময় পুলিশের বিশেষ একটি টিম এবং ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোকছেদুর রহমানসহ অন্যান্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow