দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ জন

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন যুবক আহত হয়েছেন। 

Jan 9, 2025 - 05:29
 0  0
দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কা, নিহত ২ জন

ময়মনসিংহের হালুয়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন যুবক আহত হয়েছেন। 

বৃহস্পতিবার ভোর ৪টার দিকে হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কের ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহতদের মধ্যে একজন ময়মনসিংহ নগরীর দাপুনিয়া এলাকার আল আকসা এবং অপরজনের নাম এখনও জানা যায়নি। এছাড়া গুরুতর আহত হয়েছেন ফাহাদ মাহমুদ ফারাবী নামে এক যুবক, যিনি ময়মনসিংহ নগরীর সেনবাড়ী সানকিপাড়া এলাকার আবুল হাসেমের ছেলে। 

প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের জানান, ভোর ৪টার দিকে ময়মনসিংহগামী একটি মোটরসাইকেল হালুয়াঘাট-ময়মনসিংহ আঞ্চলিক সড়কে ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই দুই যুবক নিহত হন।

অপর আহত ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে বলে জানান ওসি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow