পুতিনের ষড়যন্ত্রে আসাদের পতন, দাবি সাবেক উপদেষ্টার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল সাকর, এক সাক্ষাৎকারে।

Jan 9, 2025 - 04:58
 0  0
পুতিনের ষড়যন্ত্রে আসাদের পতন, দাবি সাবেক উপদেষ্টার

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে প্রতারণার ফাঁদে ফেলার অভিযোগ উঠেছে। এ অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল সাকর, এক সাক্ষাৎকারে।

সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের শেষ মুহূর্তগুলো নিয়ে নতুন তথ্য উঠে আসছে। বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সহায়তা চেয়ে কিছুই পাননি বলে অভিযোগ করেছেন আসাদের সাবেক উপদেষ্টা কামেল সাকর। 

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি দাবি করেছেন, দামেস্কে বিদ্রোহীরা হামলা শুরুর এক সপ্তাহ আগে বাশার আল-আসাদ মস্কো সফর করেছিলেন। ২৯ নভেম্বর আসাদের সঙ্গে পুতিনের সাক্ষাতের আগেই বিদ্রোহীরা আলেপ্পো শহর দখল করে ফেলে। সেসময় আসাদ পুতিনের কাছে ইরান থেকে সিরিয়ায় সামরিক সরবরাহ চেয়েছিলেন, কিন্তু মস্কো কোনো পদক্ষেপ নেয়নি। 

এরপর আসাদ দ্রুত সিরিয়ায় ফিরে আসেন, তবে কয়েকদিন পর তাকে দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়।

এদিকে, যুক্তরাষ্ট্রের পর জার্মানিও সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। তবে এর বিনিময়ে সিরিয়ার নারী ও সংখ্যালঘুদের অধিকার রক্ষা করতে হবে। 

ফিন্যান্সিয়াল টাইমসের তথ্যানুযায়ী, এই পদক্ষেপের মাধ্যমে সিরিয়ার নতুন নেতৃত্বের সঙ্গে ইউরোপের গঠনমূলক সম্পর্ক স্থাপন করার চেষ্টা করা হচ্ছে। 

চলমান পরিস্থিতির মধ্যে, সিরিয়ায় শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের শর্ত পূর্ণ না হলে কুর্দি বাহিনীর বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছে তুরস্ক। 

মঙ্গলবার তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী জানান, মার্কিন সমর্থিত কুর্দি গোষ্ঠীদের মোকাবিলায় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow