ভারত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ৯০ জেলে-নাবিক

ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়া দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিকসহ ৯০ বাংলাদেশি জেলে মুক্তি পেয়ে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেছেন। 

Jan 7, 2025 - 05:04
 0  1
ভারত থেকে মুক্তি পেয়ে দেশে ফিরলেন ৯০ জেলে-নাবিক

ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক হওয়া দুটি ফিশিং ট্রলার, ৭৮ জেলে ও নাবিকসহ ৯০ বাংলাদেশি জেলে মুক্তি পেয়ে চট্টগ্রামের পতেঙ্গায় পৌঁছেছেন। 

মঙ্গলবার সকাল ৯টায় পতেঙ্গার কর্ণফুলী চ্যানেলে এসে পৌঁছান তারা। একই সাথে বাংলাদেশের দুটি ফিশিং ভেসেল ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ও ফেরত এসেছে।

এদিকে, রোববার দুপুরে পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় ভারতের হাতে আটক ৯০ বাংলাদেশি জেলে ও নৌকর্মী এবং ৯৫ ভারতীয় জেলেকে পারস্পরিক হস্তান্তরের মাধ্যমে মুক্তি দেওয়া হয়।

উল্লেখ্য, গত ৯ ডিসেম্বর দুপুরে বাংলাদেশের সমুদ্রে মাছ ধরার সময় ভারতীয় কোস্ট গার্ড দুটি ট্রলারসহ ৭৮ জন জেলে-নাবিককে আটক করে। ঘটনার পরদিন খুলনার হিরণ পয়েন্ট এলাকায় সমুদ্র থেকে ট্রলারসহ তাদের আটক করা হয়, যা নিশ্চিত করে মালিকপক্ষ এবং নৌপরিবহণ অধিদফতর।

আটক হওয়া দুটি ট্রলার হলো ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’। ‘এফভি লায়লা-২’ ট্রলারটি এস আর ফিশিংয়ের মালিকানাধীন এবং ‘এফভি মেঘনা-৫’ ট্রলারটি সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের মালিকানাধীন। 

‘এফভি লায়লা-২’ ট্রলারটি ২৭ নভেম্বর মাছ ধরার জন্য সাগরে যায় এবং ২০ ডিসেম্বর ঘাটে ফিরে আসার কথা ছিল। এতে ৪১ জন নাবিক-জেলে ছিলেন। অপরদিকে, ‘এফভি মেঘনা-৫’ ট্রলারটি ২৪ নভেম্বর সাগরে যাত্রা শুরু করে এবং ১৪ ডিসেম্বর ফিরে আসার কথা ছিল। এতে ৩৭ জন নাবিক-জেলে ছিল।

ভারতীয় কোস্ট গার্ড তাদের আটক করে মাছ শিকারের অভিযোগে এবং পরে উড়িষ্যার প্যারাদ্বীপে নিয়ে গিয়ে আদালতের মাধ্যমে অনুপ্রবেশের দায়ে কারাগারে পাঠানো হয়। এছাড়া, ১২ সেপ্টেম্বর ‘এফভি কৌশিক’ নামের একটি বাংলাদেশি মাছ ধরার নৌকা ডুবে গেলে, ওই নৌকায় থাকা ১২ বাংলাদেশি জেলেকে ভারতীয় কোস্ট গার্ড আটক করে নিয়ে যায় এবং তাদেরও অনুপ্রবেশের অভিযোগে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow